ইউক্রেনের দাবি রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছে

রুশ সেনাবাহিনীর আরও এক কর্মকর্তা  ইউক্রেনের চেরনোবায়েভখা শহরে গোলা হামলায়  নিহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক ফেসবুক পোস্টে  স্থানীয় সময় আজ শনিবার এমনটা  দাবি করেছে। খবর বিবিসির।

ফেসবুক পোস্টে ইউক্রেনীয় বাহিনী বলে ,রুশ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ গোলা হামলায় মারা গেছেন। তিনি রুশ বাহিনীর সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অষ্টম সম্মিলিত সশস্ত্র দলের কমান্ডার ছিলেন।

তবে বিবিসি উল্লেখ করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইউক্রেন এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করল। এর আগে চলমান যুদ্ধে চারজন রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছিল কিয়েভ।

বিশ্লেষকদের মতামত অনুযায়ী ধারনা হয় ,রাশিয়ার  প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় ২০ জন জেনারেল পাঠানো হয়েছিল।
সবশেষ ২৪ ঘণ্টায় সম্মুখ যুদ্ধে কোনো পরিবর্তন আসেনি,  পর্যালোচনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এসব তথ্য উল্লেখ করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *