জয়ন্ত কোল সরেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রথম ব্যাচের শিক্ষার্থী। তার ব্যাচের এসএসসি পরীক্ষা পাস করা শিক্ষার্থীদের মধ্যে জয়ন্ত কোল সরেন এখন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
তিনি আরও বলেন,আমি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রে ভুল ক্রমে মানবিক বিভাগের ছাত্র হয়ে গেলাম। পরীক্ষার আগে পড়াশোনা করব, না প্রবেশপত্রের ভুল ঠিক করব। বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকেরা দায়িত্ব নিয়ে এক পর্যায়ে তাকে মানবিক বিভাগ থেকে বিজ্ঞান ঠিক করে দিলেন।
তার পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর স্যার বলেন, জয়ন্ত কোল সরেন এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.১৮, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৮৮ পান।