ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪৪) ১৫ মার্চ ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন। এ সময় তিনি অসুস্থবোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসক বলেছেন, মিলন হৃদ্রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুের পর ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক নিরণ চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অমানুষিক নির্যাতনের কারনে মিলনের মৃত্যু হয়েছে।
কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলন চাকমাকে আটক করে নিয়ে আসার সময় তিনি অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁকে আটকের সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, চারটি গুলি, তিনটি ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।